Title
‘‘মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন’’
Details
আজ ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল মহান বিজয়। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা।
অদ্য
১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল নগরীস্থ জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়; পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম মহোদয়; পুলিশ সুপার জনাব কাজী ছোয়াইব মহোদয়; অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহেল পারভেজ মহোদয়; অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাছুদুল আলম মহোদয়সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।