Title
‘‘দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভ
Details
অদ্য ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ মঙ্গলবার জেলা প্রশাসন, পিরোজপুর এর আয়োজনে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ
সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
বরিশাল বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) মহোদয়।
এসময় মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান এবং বলেন নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই, কোনো কেন্দ্রে একটি জাল ভোট হলেও তার প্রমাণ সাপেক্ষে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করাসহ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হবে।