Title
‘‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান’’
Details
অদ্য ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ শনিবার জেলা প্রশাসন, বরিশাল এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল
হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল মহোদয়। বরিশাল বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাংগীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল; জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান এবং বলেন নির্বাচনের সময় একটা ভোটও কারচুপি করা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।