Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"
Details
অদ্য ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বুধবার বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মাননীয় ডিআইজি মহোদয় দায়িত্বে নিয়োজিত সকল অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর/২০২৩, নভেম্বর/২০২৩ এবং ডিসেম্বর/২০২৩ মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মোস্ট ওয়ান্টেড পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। 
ডিসেম্বর/২০২৩ মাসে সার্বিক কার্যক্রমে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ভোলা; শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়িয়া সার্কেল, পিরোজপুর; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন জনাব মোঃ জসীম, অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানা, পটুয়াখালী; মোবাইল উদ্ধারে বিশেষ পুরস্কার পান জনাব সুদেব হাওলাদার, এসআই (নিরস্ত্র), এলআইসি শাখা, বরিশাল; রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন জনাব মোঃ মাসুদুর রহমান, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, ভোলা; রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জনাব মোঃ আফজাল হোসেন ফাহাদ, এএসআই (নিরস্ত্র), মঠবাড়িয়া থানা, পিরোজপুর; রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন জনাব মোঃ মহিউদ্দিন, এসআই (নিরস্ত্র), রাজাপুর থানা, ঝালকাঠি; মামলা তদন্তে বিশেষ পুরস্কার পান জনাব মোঃ মিলন মিয়া, এসআই (নিরস্ত্র), বরগুনা সদর থানা, বরগুনা; মোবাইল উদ্ধারে বিশেষ পুরস্কার পান জনাব মোহাম্মাদ মাসুম হোসেন, এএসআই (নিরস্ত্র), বরগুনা সদর থানা, বরগুনা। 
এসময় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন-১০; কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Attachments
Publish Date
24/01/2024
Archieve Date
24/01/2025