অদ্য ২৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ সোমবার বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে ভার্চুয়ালী বরিশাল রেঞ্জের অক্টোবর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক
পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও উক্ত সভায় মাননীয় ডিআইজি মহোদয় চলমান হরতাল-অবরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল পুলিশ সুপারদেরকে নির্দেশনা প্রদান করেন।
অক্টোবর/২০২৩ মাসে সার্বিক কার্যক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ভোলা এবং বিশেষ পুরস্কার পান জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা। এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা। মামলা তদারকিতে বিশেষ পুরস্কার পান জনাব মোহাম্মাদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা এবং জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল। রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন জনাব মোঃ শাহীন ফকির, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা; ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হন জনাব মোঃ মনিরুল ইসলাম, এসআই (নিরস্ত্র), দুমকি থানা, পটুয়াখালী; মামলা তদন্তে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হন জনাব রবীন্দ্রনাথ সিংহ, এসআই (নিরস্ত্র), ইলশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলা সদর মডেল থানা, ভোলা। এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জনাব মোঃ নাজির হোসেন, এএসআই (নিরস্ত্র), ভোলা সদর মডেল থানা, ভোলা এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হন জনাব মোঃ আবুল কাশেম, এএসআই (নিরস্ত্র), রাজাপুর থানা, ঝালকাঠি।
এসময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম মহোদয়; পুলিশ সুপার জনাব মীর আশরাফ আলী মহোদয়; পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম মহোদয়; অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুদ আলম; অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহেল পারভেজ মহোদয়; সহকারী পুলিশ সুপার জনাব রেজওয়ানা কবির প্রিয়া মহোদয়সহ বরিশাল রেঞ্জ অফিসের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ রেঞ্জ কার্যালয়ে সরাসরি এবং বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালী যুক্ত ছিলেন।