Title
"'ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে'---- বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়"
Details
পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে অদ্য ১১ এপ্রিল ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ-উল-ফিতর উদযাপন করা হলো। ঈদ-উল-ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব।
এই
বিশেষ দিনে বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়; বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ ফারুক-উল-হক, পিপিএম মহোদয়; বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়সহ বরিশাল রেঞ্জ এবং বরিশাল জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন।