সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত পরিকল্পনা
সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন ঃ
সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ :
উল্লেখযোগ্য সমস্যা হলো :
২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :
১. অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিহত করণ এবং উদঘাটনের জন্য ২০১৫০০০ কর্মঘন্টা পুলিশি টহলে, সড়ক ও মহাসড়কে ৬৭২১৫০ কর্মঘন্টা ট্রাফিক পুলিশের সময় ব্যয় করা।
২. জঙ্গীবাদ নিয়ন্ত্রন,মাদক বিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ করার নিমিত্তে যথাক্রমে ৫৫৬টি বিট পুলিশিং সভা ও পাচার প্রতিরোধে অভিযান পচিালনা করা।
৩. বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর তদন্ত কার্যক্রমের মাধ্যমে ১২০ দিনের মধ্যে দায়েরকৃত মামলার তদন্ত নিষ্পত্তির হার ৭০% করা।
৪. শতভাগ,পুলিশ ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন করা,রুজুকৃত মামলা সিডিএমএস এ এন্ট্রিকরণ। তাছাড়া ৯৯৯ এর মাধ্যমে সেবা প্রদানের হার ১০০% করা।
৫. বরিশাল রেঞ্জাধীন জেলাসমূহের ৪৬টি থানার মধ্যে ০৫ টি থানাকে আধুনিকায়ন থানায় রুপান্তর করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস