Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে বরগুনা ও পটুয়াখালী জেলার ২য়, ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা সমূহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
বিস্তারিত
অদ্য ১৯ মে ২০২৪ খ্রিঃ রবিবার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, বরগুনা এর আয়োজনে বরগুনা জেলা শিল্পকলা একাডেমীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে বরগুনা ও পটুয়াখালী জেলার ২য়, ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা সমূহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ) মহােদয় এবং সভাপতিত্ব করেন জনাব মোহাঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, বরগুনা মহোদয়।
বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাঃ রফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন, অধিনায়ক, র‍্যাব-৮; জনাব মোঃ আবদুস ছালাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা; জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব মোঃ আলাউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল, বরিশাল প্রমূখ।
এসময় প্রধান অতিথি মহোদয়সহ বিশেষ অতিথিবৃন্দ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজন করার লক্ষ্যে প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/05/2024
আর্কাইভ তারিখ
19/05/2025