শিরোনাম
"৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা এবং পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায়
বিস্তারিত
অদ্য ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল সদর ও বাকেরগঞ্জ
উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের উপস্থিতিতে ব্রিফিং অনুষ্ঠান এবং পরবর্তীতে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ) মহােদয়। অতঃপর মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়, রেঞ্জ ডিআইজি মহোদয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পিরোজপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেন।