শিরোনাম
"২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন"
বিস্তারিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে অদ্য ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল রেঞ্জ পুলিশ ও বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের
মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়সহ বরিশালের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর তারা ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে এবং বরিশাল জেলা পুলিশ লাইন্সের স্মৃতি'৭১ প্রাঙ্গণে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বরিশাল রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা মহোদয়; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম মহোদয়; পুলিশ সুপার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়; অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহেল পারভেজ মহোদয়; সহকারী পুলিশ সুপার জনাব রেজোয়ানা কবির প্রিয়া মহোদয়সহ রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।