শিরোনাম
"২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান"
বিস্তারিত
অদ্য ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়াম, বরিশালে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ, আলোচনা সভা,
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সুযোগ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয় এবং সভাপতিত্ব করেন জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল মহোদয়।
উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রের জন্মদাতা মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের অশেষ শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল; বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী-লীগ, বরিশালসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ।