শিরোনাম
"বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান"
বিস্তারিত
অদ্য ১৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে হোটেল গ্রান্ড পার্ক হলরুম, বান্দ রোড, বরিশালে বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সুযোগ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল
জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব লোকমান হোসেন মিয়া, নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), বিডা মহোদয় এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন।
বরিশাল বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার আজিজুল ইসলাম, নির্বাহী সদস্য, বিডা; ড. মোঃ মতিউর রহমান, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড; জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল; জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল; জনাব মোঃ সাইদুর রহমান রিন্টু, প্রেসিডেন্ট, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; মিজ বিলকিস আহমেদ লিলি, প্রেসিডেন্ট, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।