শিরোনাম
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর PET (Physical Endurance Test) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন"
বিস্তারিত
’সেবার ব্রতে চাকরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর PET (Physical Endurance Test) তথা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ৩য় দিনের বরিশাল রেঞ্জের কার্যক্রম অদ্য ৭ মার্চ ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার ১০ এপিবিএন পুলিশ লাইন্স,
বরিশাল মাঠে সুষ্ঠ ও সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ২য় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ বরিশাল রেঞ্জাধীন ৬ জেলার প্রার্থীগণ আজকের ৩য় দিনের ইভেন্টসমূহে (পুশআপ, সিটআপ, ড্রাগিং এবং রোপ ক্লাইমিং) অংশগ্রহণ করেন।
বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয় অত্র নিয়োগ পরীক্ষার PET ইভেন্টসমূহে উত্তীর্ণ সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সর্বশেষ পরিবর্তিত পদ্ধতিতে মোট ১১ টি ধাপ অতিক্রম করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পান এবং এই নিয়োগ প্রক্রিয়াটি হয় শতভাগ স্বচ্ছতার সাথে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এখানে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয় না। তাই এই নিয়োগকে কেন্দ্র করে কোন প্রতারক ও দালালচক্র চাকুরী দেয়ার কথা বলে কারো কাছে কিছু দাবি করলে তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানান তিনি। প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন মাননীয় ডিআইজি মহোদয়। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর PET (Physical Endurance Test) সফলভাবে সম্পন্ন করার জন্য নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।