শিরোনাম
"বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সম্পন্ন"
বিস্তারিত
২৩ মার্চ ২০২৪ খ্রিঃ শনিবার বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার দ্বিতীয় দিন সকালে সাধারণ জ্ঞান ও গণিত এবং বিকেলে মনস্তত্ত্ব পরীক্ষা বরিশাল রেঞ্জের ভেন্যু সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়; অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফারুক-উল-হক, পিপিএম মহোদয়; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম মহোদয়; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মীর আশরাফ আলী মহোদয়সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।