শিরোনাম
"বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়"
বিস্তারিত
অদ্য ২৮ মার্চ ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি ইনডোর এবং আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এছাড়াও তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার,
ফিজিওথেরাপি কক্ষ, প্যাথলজি ল্যাব, মেডিসিন স্টোর ও টিকিট কাউন্টার পরিদর্শন করেন। অতঃপর মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় হাসপাতালের রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করে রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব জগদীশ চন্দ্র মিস্ত্রী মহোদয়সহ কর্মরত চিকিৎসকগণ এবং হাসপাতালের স্টাফগণ উপস্থিত ছিলেন।