শিরোনাম
"বরিশাল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান"
বিস্তারিত
আজ পহেলা বৈশাখ-১৪৩১ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন। সারা দেশের ন্যায় বরিশালেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো।
"এসো
মিলি সম্প্রীতির মেলবন্ধনে" স্লোগানকে সামনে রেখে অদ্য ১৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ রবিবার শুভ বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে পুলিশ লাইন্স, বরিশাল এ জেলা পুলিশ, বরিশাল কর্তৃক বর্ষবরণ উৎসব এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল জেলা পুলিশ লাইন্সে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় এবং জাতীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন এবং বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে এমন হস্ত ও কুটির শিল্প এবং দেশীয় পিঠা পুলির স্টল স্থাপন করা হয়। এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং স্টলসমূহ পরিদর্শন করেন।