শিরোনাম
"পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে নৌ ও সড়কপথে যাতায়াতকারী যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান"
বিস্তারিত
অদ্য ২৭ মার্চ ২০২৪ খ্রিঃ বুধবার বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে নৌ ও সড়কপথে যাতায়াতকারী যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী মহোদয়।
এসময় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা জোরদারকরণ, যানজট নিরসন, লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদারকরণ, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চাঁদাবাজি বন্ধকরণসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল; জনাব ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল; সিভিল সার্জন, বরিশাল; র্যাব-০৮ বরিশাল; নৌ-পুলিশ, বরিশাল; বিআইডব্লিউটিএ, বরিশাল; বিআরটিএ, বরিশাল; বিসিসি, বরিশাল; কোষ্ট গার্ড, বরিশাল; ফায়ার সার্ভিস, বরিশাল এর কর্মকর্তাবৃন্দ; লঞ্চ শ্রমিক সমিতি, বরিশাল; নথুল্লাবাদ বাস মালিক সমিতি, বরিশাল; রূপাতলী বাস মালিক সমিতি, বরিশালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।