শিরোনাম
"পটুয়াখালী এবং বরগুনা জেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ/উপনির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়"
বিস্তারিত
অদ্য ৯ মার্চ ২০২৪ খ্রিঃ শনিবার ইউনিয়ন পরিষদ সাধারণ/উপনির্বাচন উপলক্ষ্যে বরিশাল রেঞ্জাধীন পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ এর মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল
হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়। ডিআইজি মহোদয় ভোট কেন্দ্রে আগত ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় মাননীয় বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ শওকত আলী; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।