শিরোনাম
"আরআরএফ বরিশালে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান"
বিস্তারিত
"স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ" ----- এই স্লোগানকে সামনে রেখে অদ্য ২২ এপ্রিল ২০২৪ খ্রিঃ সোমবার আরআরএফ বরিশাল কর্তৃক আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম
(বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ বরিশাল এর সুযোগ্য কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ড. এ কে এম ইকবাল হোসেন মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় বলেন, "গোটা বিশ্বে আজ দ্রুত গতিতে প্রযুক্তির বিকাশ ঘটেছে। বাংলাদেশও এই বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে পিছিয়ে নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের উদ্দেশ্যে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই ‘স্মার্ট বাংলাদেশ’ এর জন্য প্রয়োজন 'স্মার্ট পুলিশ'।" তাই তিনি সকল প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট পুলিশ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে কোর্সটি মনোযোগ সহকারে সম্পন্ন করার আহবান জানান। এসময় বরিশাল রেঞ্জ পুলিশ এবং আরআরএফ বরিশাল এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।